× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবারও প্রবাসী স্ত্রীর গল্পে ফিরলেন অহনা!

বিনোদন ডেস্ক।

০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৩ পিএম । আপডেটঃ ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত

এ বছরের সেপ্টেম্বর মাসে জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘প্রবাসী স্ত্রী’ নামে একটি নাটক প্রচার করা হয়েছে। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অহনা রহমান এবং নায়ক রুশো শেখ।

নাটকটি দেখে দর্শকের ইতিবাচক সাড়া পাওয়ায় এবার নির্মিত হয়েছে এর দ্বিতীয় পর্ব। ইতোমধ্যে ‘প্রবাসীর স্ত্রী ২’ নামে দ্বিতীয় কিস্তির নির্মাণ কাজ শেষ হয়েছে। এবারও নাটকটিতে প্রবাসীর স্ত্রী নিরুর চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী অহনা।


নাটকে দেখা যাবে, প্রবাসীর স্ত্রী নিরুর জীবনের করুন কাহিনী। যেখানে প্রবাসী স্বামী তাঁর নিজের সন্তানকে অস্বীকার করে তালাকও দিয়ে দেয়। শ্বশুরবাড়ির নির্যাতন ও মিথ্যা অপবাদের শিকার হয় নিরু। এভাবে একের পর এক ঘটনা ঘটতে ঘটতে এগিয়ে চলে নাটকের কাহিনী।      


পুরো টিম নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে আশাবাদী। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে অভিনেত্রী অহনা বলেন, ‘নাটকটির দ্বিতীয় কিস্তিও চাইছিলেন দর্শক। পরিচালক জিয়াউদ্দিন আলম ভাইও কাজটির জন্য বলছিলেন। আমার মনে হয়েছে, দর্শককে আর অপেক্ষায় রাখা ঠিক হবে না। সুন্দর একটি গল্প। আমার বিপরীতে অভিনয় করেছে রুশো শেখ। আশা করছি, দর্শক ভালো একটি কনটেন্ট পাবে।’

 

রুশো শেখ বলেন, ‘প্রথমেই বলতে চাই আমি অহনার কথা। তিনি অসাধারণ একজন অভিনেত্রী। এবারও শুটিংয়ের সময় তার কাছে অনেক সহযোগিতা পেয়েছি। পরিচালক জিয়া ভাইয়ের পাশাপাশি অহনাও আমাকে কোন পোশাকে ভালো লাগবে, ডায়ালগ কীভাবে দিতে হবে, সব ক্ষেত্রে সহযোগিতা করেছেন। আমার অভিনয়ে হিট কাজগুলোর একটি প্রবাসীর স্ত্রী। দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তিকে ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।’


পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘অহনা আমার পছন্দের একজন অভিনেত্রী। নারীপ্রধান চরিত্র করেও হিট নাটক উপহার দিয়েছেন তিনি। দর্শক প্রবাসীর স্ত্রীর নাটকে তাঁর অভিনয়দক্ষতা দেখেছেন। অনেকেই কেঁদেছেন নাটকটি দেখে। সব শিল্পী দর্শককে কাঁদাতে পারে না। অহনা-রুশোকে নিয়ে দ্বিতীয় কিস্তি নির্মাণ করলাম। চলতি বছরের শেষে মানে আগামী ডিসেম্বরের কোনো এক সময়ে নাটকটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে। আমরা পুরো টিম অনেক গুছিয়ে কাজ করেছি। দর্শক নিরাশ হবেন না, এটুকু পরিচালক হিসেবে আমি কথা দিলাম।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.